আইএস এর টুপি মাথায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি রিগ্যান
হলি আর্টিজান হামলা মামলায় রায় ঘোষণার সময় তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) লোগোসহ টুপি মাথায় দিয়ে ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যান।
রায় শেষে আদালতের এজলাস থেকে বের হয়ে যেতে যেতে আসামিদের মধ্যে থেকে একজন বলেন, "আমরা কুরআনের সৈনিক, আমাদের কোনো ভয় নেই"। এসময় রিগ্যানের মাথায় আইএস এর লোগোসহ টুপি দেখা যায়। উপস্থিত সাংবাদিকরা তাকে ‘টুপি কোথায় পেলেন’ জানতে চাইলে সেটা জেলখানা থেকে নিয়ে এসেছেন বলে জানান রিগ্যান।
একই প্রশ্ন পুলিশের কাছে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মো জাফর হোসাইন কোন মন্তব্য করতে অস্বীকার করেন।
আইএস এর টুপি মাথায় দিয়ে এক আসামির এজলাসে আসার বিষয়টি তদন্ত করা হবে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।
কারাগারে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) বিগ্রেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, “রিগ্যানের এই টুপির বিষয়ে তদন্ত করার জন্য আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি।”
তিনি আরও যোগ করেন, এটি সত্যিই অকল্পনীয়। কারাগারের ফটক থেকে আসামিদের নিয়ে যাওয়ার দায়িত্ব পুলিশের। এরপর সমস্ত দায়িত্ব তাদের। তদন্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এজলাস থেকে বের হয়ে প্রিজন ভ্যানে উঠে আরেক আসামি বিচারককে উদ্দেশ্য করে বলেন "এই বিচার মানি না, হাশরের ময়দানে বিচারে দেখা হবে, তোর বিচার হাশরের মাঠে হবে, সেখানে তোর সঙ্গে দেখা হবে, তুই এখানে কি বিচার করবি?"
বুধবার (২৭ নভেম্বর) বেলা ১২ টায় এই মামলায় ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে রিগ্যানসহ ৭ আসামির মৃত্যুদণ্ড এবং একজনকে খালাস দেয়া হয়।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই ওই ক্যাফেতে সশস্ত্র জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ জন বিদেশিসহ ২২ জনকে হত্যা করে। তাদের মধ্যে ইতালির নয়, জাপানের সাত, ভারতের এক, বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান এক, বাংলাদেশি দুজন নাগরিক এবং দুজন পুলিশ সদস্যও নিহত হন।
হামলার পেছনে ২১ জন জড়িত ছিলেন বলে জানা যায়। যাদের মধ্যে বিভিন্ন সময়ে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ জন নিহত হন।