আগামীকাল আসছে জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ টিকা গ্রহণকারী ১৫ লাখ মানুষ যারা দ্বিতীয় ডোজের অপেক্ষায় ছিলেন এবার তাদের অপেক্ষার অবসান হতে চলেছে।
কেননা, আগামীকাল শনিবার জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার চালান দেশে এসে পৌঁছবে।
টিকার এ চালান গ্রহণের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামীকাল উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং উভয় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
শনিবার বিকেল সোয়া তিনটা নাগাদ কোভিড-১৯ টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের এই টিকা বাংলাদেশে পৌঁছবে।
উল্লেখ্য, দেশে এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছে ৫৮ লাখ ২০ হাজার মানুষ। আর দুই ডোজ সম্পন্ন করেছে ৪২ লাখ ৯৮ হাজার মানুষ। টিকার সংকটের কারণে প্রথম ডোজ গ্রহণকারী যারা দ্বিতীয় ডোজ পাননি, তারা এবার দুই ডোজ সম্পন্নের সুযোগ পাবেন।