আগামী মার্চের মধ্যে ২৪ কোটি টিকা পাচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে বাংলাদেশ ২৪ কোটি টিকা পাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি জানান, এই ২৪ কোটির মধ্যে বাংলাদেশের কেনা টিকা এবং কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া টিকাও অন্তর্ভুক্ত।
বুধবার রাজধানীর একটি হোটেলে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা ইতোমধ্যে ২ কোটি ৩০ লাখের বেশি টিকা দিয়েছি। যারা টিকা পাওয়ার যোগ্য, তাদের মধ্যে ২৬ থেকে ২৭ শতাংশ টিকা পেয়েছে।
যুক্তরাজ্যের রেড লিস্টেড হিসেবে বাংলাদেশের নাগরিকদের দেশটিতে যাওয়ার ক্ষেত্রে নিজ খরচে কোয়ারেন্টিন মানতে হচ্ছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, 'ব্রিটিশরা বলে আমাদের ভ্যাকসিন কম। অথচ ১৩৫ টি দেশ ভ্যকসিনে আমাদের ধারে কাছেও নেই।'
তিনি বলেন, 'ভারতে আক্রান্ত বেশি, মানুষ মারা গিয়েছে বেশি - অথচ ভারতকে করেনি, রেড লিস্টেড করেছে আমাদের।'