আজও গ্যাস নেই রাজধানীর বহু এলাকায়
রাজধানীর ধানমণ্ডি, মোহাম্মদপুর, আদাবর, কল্যাণপুর, মিরপুর-১, কলাবাগান এলাকায় এখন পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ আছে। পাইপে সমস্যা হওয়ায় মঙ্গলবার সকাল থেকে রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে, আজ বুধবারও (২৪ মার্চ) কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি।
দিনব্যাপী গ্যাস সরবরাহে সংকট থাকায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হতে পারে বলে মন্তব্য করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (তিতাস)। প্রতিষ্ঠানটি জানে না, গ্যাস সরবরাহ কখন স্বাভাবিক হবে।
সাভারের আমিন বাজারে গ্যাসের পাইপ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গতকাল মঙ্গলবার সকালে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ১২ ইঞ্চির একটি পাইপলাইনে ছিদ্র শনাক্ত হয়। পরবর্তীতে ১৬ ইঞ্চির একটি পাইপলাইনের সাহায্যে সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ সরবরাহ চালু করা হয়। তবে, রাজধানীর অধিকাংশ এলাকায় এখন পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি।
পাইপলাইনের ছিদ্র মেরামত করার কাজটি বেশ জটিল বলে দৈনিক প্রথম আলোকে জানান তিতাসের তিন কর্মকর্তা।
আমিনবাজার থেকে ৫০০ মিটার সামনে সালেহপুর ব্রিজ এলাকায় সড়ক এবং জনপথ বিভাগ (সওজ) বালুতে পাইলিং করতে গিয়ে তিতাসের পাইপলাইন ছিদ্র করে ফেলে। বর্তমানে, এক্সকাভেটর দিয়ে বালু সরাতে গেলেই পানি চলে আসছে বলে জানান তারা।
পানির নিচে ছিদ্র মেরামত করতে গেলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি আছে বলে জানা যায়।
আজ সকাল ১০ টার দিকে, প্রথম আলোকে তিতাসের একজন কর্মকর্তা জানান, "মানুষ যখন ঘরে গ্যাস পান না, তখন তারা অভিযোগ জানাতে ফোন করেন। গত দু'দিন ধরেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্যাস না পাওয়ার অভিযোগ আসছে।"
গ্যাস সরবরাহকারী শীর্ষ কর্মকর্তারা জানান, রাজধানীতে গ্যাস নিয়ে জনদুর্ভোগ আরও বাড়বে। রাজধানীর এক দিকে লিকেজ এবং অন্য দিকে, গ্যাস সরবরাহ বন্ধ নিয়ে তিতাস বর্তমানে বিপাকে আছে বলে জানান তারা। সরবরাহ কখন স্বাভাবিক হবে সে বিষয়ে কর্মকর্তারা কোনো নিশ্চয়তা দিতে পারেননি।