আল্টিমেটাম শেষে ফের মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
গভীর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে ৪৮ ঘন্টার আল্টিমেটামের পর ফের বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে তাদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় পুলিশ 'রহস্যজনক কারণে' এখনো কাউকে আটক করেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহতরা হামলাকারীদের নামের তালিকা দিলেও প্রশাসন তাদের বিরুদ্ধে মামলা না করে অজ্ঞাতদের আসামি করে থানায় লিখিত অভিযোগ দেয়। যা শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে। সেকারণে ফের সড়ক অবরোধ করেছে তারা।
বরিশাল থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার বিকাল ৫ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিল শেষে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা যে কারণে বরিশাল থেকে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে