বাসচাপায় শিক্ষার্থী নিহত: বরিশাল বিশ্ববিদ্যালয়ে দিনভর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মায়িশা ফৌজিয়া মিম নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখান থেকে তারা এ কর্মসূচি ঘোষণা করেন। সন্ধ্যা ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কর্মসূচি চলচিল।
কর্মসূচি থেকে জড়িতদের বিচারসহ বেশ কয়েকটি দাবি জানান শিক্ষার্থীরা। তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- নিহত শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, সড়কে ফুটওভার ব্রিজ নির্মাণ করা, দুর্ঘটনায় জড়িত বাসের রুট পার্মিট বাতিল করা, বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তার জন্য নির্ধারিত গতিসীমা নির্ধারণ, স্পিড সেন্সর ও স্পিড ব্রেকার নির্মাণ করা, বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা উন্নতি করা, বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলো মেরামত করা ইত্যাদি।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি জানান, জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের মাধ্যমে বিচার করতে হবে। নিহত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিন বলেন, পুলিশ ও বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি।দোষীদের দ্রুত গ্রেফতার করবে তারা। আমরা শিক্ষার্থীদের দাবিসহ মায়িশার ক্ষতিপূরণের ব্যবস্থা করেছি। নিরাপদ সড়কসহ শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়ন করার ব্যবস্থা করছি।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামের একটি বাসের ধাক্কায় গতকাল রাতে পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মায়িশা নিহত হন।