এলডিসি থেকে উত্তরণে প্রণোদনা চায় বাংলাদেশ
স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য দীর্ঘ মেয়াদী প্রণোদনা প্যাকেজ গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে সদ্য বের হওয়া এবং বের হওয়ার সুপারিশপ্রাপ্ত দেশগুলো করোনার কারণে আবারও পিছিয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।
শুক্রবার জাতিসংঘে বাংলাদেশ ও কানাডার স্থায়ী মিশনের যৌথ উদ্যোগে আয়োজিত উচ্চ পর্যায়ের এক ভার্চুয়াল আলোচনায় প্রধান বক্তা হিসেবে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এই দাবি তুলে ধরেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, অধিকাংশ স্বল্পোন্নত দেশগুলোই বিভিন্ন কারণে এলডিসি থেকে উত্তরণে ঝুঁকির মধ্যে রয়েছে এবং পিছিয়ে পড়ছে। উপযুক্ত অর্থায়ন ও সম্পদের ব্যবহার নিশ্চিত করতে না পারার ফলে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হচ্ছে না।
ড. মোমেন আলোচনায় জানান, এলডিসি উত্তরণে আরও বেশি অর্থায়নের মাধ্যমে সার্বিক বৈশ্বিক সহযোগিতার প্রয়োজন।
ওই আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী কমিশনের প্রতিনিধি রাবাব ফাতিমা।
এছাড়া আলোচনায় বেশ কয়েকটি দেশের মন্ত্রী, সংসদ সদস্য এবং বিভিন্ন সংস্থার প্রধান উপস্থিত ছিলেন।