করোনায় আক্রান্ত সন্দেহে মোংলায় ৩ নাবিক পর্যবেক্ষণে
করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে মোংলা সমুদ্র বন্দরে ফিলিপাইনের তিন নাবিককে পর্যবেক্ষণে রেখেছেন পোর্ট হেলথ-এর চিকিৎসকরা।
তাদের জাহাজ থেকে নামতে নিষেধ করা হয়েছে। জাহাজটি কয়লা নিয়ে চট্টগ্রাম বন্দর হয়ে মোংলা পোর্টের হারবাড়িয়াতে অবস্থান করছে। বন্দরের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সিঙ্গাপুরের ওই জাহাজটি মোংলা বন্দরে আসে। ওই তিন নাবিকের গায়ে জ্বর থাকায় আইএডিসিআর-এর পরামর্শে তাদের জাহাজের আলাদা তিনটি কক্ষে রাখা হয়েছে।
পোর্ট কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায়, জাহাজে থাকা বাংলাদেশিসহ বাকিদের আপাতত বাইরে না আসার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
তিন নাবিকের গায়ে বেশি তাপামাত্রা থাকায় তাদের পর্যবেক্ষণে রাখা হয়।
এদিকে স্বাস্থ্য অধিদফতরের পোর্ট হেলথ কর্মকর্তা ডা. সুফিয়া খাতুন বলেন, মার্শাল আইল্যান্ড পতাকাবাহী 'এম ভি সেরিনিটাস এন' জাহাজের তিন ক্রু জ্বরে আক্রান্ত হলে আমরা তাদের পরীক্ষা করি। তবে তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। এদের মধ্যে আবার দুজনের জ্বর ভালোও হয়ে গেছে এবং একজনের শরীরে ৯৯ ডিগ্রি জ্বর রয়েছে- যা খুবই স্বাভাবিক। আতঙ্কের কিছু নেই। তারপরও তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ওই জাহাজে ২০ জন বিদেশি নাবিক রয়েছেন বলে জানা গেছে।