করোনায় আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৫
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে।
এছাড়া, এই একই সময়ের মধ্যে আরও ৩০৫ জনের শরীরে প্রাণঘাতি এই ভাইরাস শনাক্ত হয়েছে।
দেশব্যাপী ১৭ হাজার ৮১১টি কোভিড পরীক্ষার বিপরীতে করোনা সংক্রমণ ধরা পড়েছে শতকরা ১ দশমিক ৭১ জনের মধ্যে।
এর আগের ২৪ ঘণ্টায় সংক্রমণ ধরা পড়ার হার ছিল শতকরা ১ দশমিক ৫০। ৬ জন মৃত্যুর পাশাপাশি নতুন শনাক্ত হয়েছিল ২৯৪ জন।
সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে কোভিডজনিত রোগে মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৮৫৪, এবং মোট করোনা সংক্রমণ শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ১৬২।
আজকের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে তিনজনের, এবং একজন করে মারা গেছে চট্টগ্রাম, রাজশাজী, খুলনা ও বরিশাল বিভাগে।
এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৭১ জনকে কোভিড-১৯ মুক্ত ঘোষণা করা হয়েছে। সুস্থতার হার শতকরা ৯৭ দশমিক ৬৯।
গত বছর থেকে দুইটি আলাদা ওয়েভে দেশে করোনার উচ্চ সংক্রমণ দেখা গেলেও চলতি বছরের জুনের প্রথমার্ধ থেকেই করোনা শনাক্তের পরিমাণ ব্যাপকহারে বাড়তে শুরু করে। তবে বর্তমানে শনাক্তের সংখ্যা অনেকটাই কমেছে।
গত দুই মাসে উল্লেখযোগ্য হারে কমতে কমতে বর্তমানে করোনার সংক্রমণ ২ শতাংশের নিচে নেমে এসেছে। তাছাড়া গত ৪ সপ্তাহ থেকেই সংক্রমণ হার ৩ শতাংশের নিচে রয়েছে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর এর মতে, কোনো এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ হার ১০ শতাংশের বেশি হলে সেটিকে 'উচ্চ ঝুঁকিপূর্ণ', ৫-১০ শতাংশের মধ্যে হলে 'মাঝারি ঝুঁকিপূর্ণ' এবং ৫ শতাংশের নিচে হলে 'স্বল্প ঝুঁকিপূর্ণ' হিসেবে বিবেচনা করা হয়।
শুক্রবার (২৯ অক্টোবর) সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাভাইরাস বিষয়ে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।