করোনায় বছরের দ্বিতীয় মৃত্যু
দেশে রবিবার (১৪ জানুয়ারি) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে নতুন করে ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এর আগে গত ১১ জানুয়ারি দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু রেকর্ড করা হয়।
গত ২৪ ঘন্টায় মোট ৪১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে শনাক্তের হার ৫.০২%।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৭৯ জন এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৫৯৯ জনে।
বিশ্বের বেশ কয়েকটি দেশে কোভিড-১৯ এর নতুন ধরন জেএন.১ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনগণকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিক ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য কোভিড ভ্যাকসিনের চতুর্থ ডোজ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সার্জারি বা অন্য কোনো রোগের চিকিৎসার সময় উপসর্গ দেখা দিলে কোভিড-১৯ পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।