ক্যাসিনো কাণ্ড: যুবলীগ নেতা আরমানকে হাইকোর্টের দেওয়া জামিন আপিলে স্থগিত
ক্যাসিনো কাণ্ডের সঙ্গে জড়িত ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সহ-সভাপতি কারাবন্দি এনামুল হক আরমানকে মাদক মামলায় হাইকোর্টের দেওয়া জামিন ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি করে রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ চেম্বার আদালতের আদেশটি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন।
এর আগে গত ১০ সেপ্টেম্বর মাদকের মামলায় এনামুল হক আরমানকে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ জামিন দেন।
গত ২৩ আগস্ট তার জামিন প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে রুল শুনানির দিন আগামী ১০ সেপ্টেম্বর ধার্য করেন। সেদিন রুল যথাযথ ঘোষণা করে আরমানকে জামিন দেন হাইকোর্ট।
পরে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
গত বছর রাজধানীতে ক্যাসিনোর বিরুদ্ধে র্যাবের অভিযান শুরু হলে ক্যাসিনোর মূল হোতা যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সঙ্গে সহ-সভাপতি এনামুল হক আরমান আত্মগোপনে যান।
গত বছরের ৫ অক্টোবর দিনগত রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে অভিযান চালায় র্যাব। ওই গ্রামের জামায়াত নেতা মনির চৌধুরীর বাড়ি থেকে মাদক মামলায় যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের দুই নেতাকে একসঙ্গে গ্রেপ্তার করে র্যাব।