সাবেক যুবলীগ নেতা সম্রাটের জামিন বাতিল চেয়ে দুদকের আপিল
ক্যাসিনো কান্ডের আলোচিত চরিত্র ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয় বহির্ভূত ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিচারিক আদালতের দেয়া জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
চার মামলার সবকটিতে জামিন পেয়ে গত ১১ মে কারামুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএসএমইউ) চিকিৎসাধীন আছেন যুবলীগের সাবেক এই নেতা।
সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দায়ের করে দুদক। সংস্থাটির আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের জানান, মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
দুদকের দায়ের করা অবৈধ সম্পদের মামলায় গত ১১ মে সকালে তিন শর্তে জামিন পান সম্রাট। ঢাকার ৬ নম্বর বিশেষ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান বুধবার সম্রাটের উপস্থিতিতে জামিন আদেশ দেন।
এর আগে গত ১০ এপ্রিল সম্রাটের বিরুদ্ধে অর্থপাচার মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এবং অস্ত্র মামলায় দ্বিতীয় অতিরিক্ত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ফয়সল আতিক বিন কাদের আদালত থেকে জামিন পান। পরদিন মাদক মামলায় ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালত থেকে জামিন পান তিনি।