খুদে ক্রিকেট-প্রতিভা সাদিদকে সব ধরনের সহায়তার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক
খুদে ক্রিকেট-প্রতিভা সাদিদের দায়িত্ব নিয়েছেন বরিশালের জেলা প্রশাসক।
বৃহস্পতিবার রাতে সাদিদকে অনুশীলন চালিয়ে যাওয়ার জন্য নগদ অর্থ প্রদান করেন বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার। জানান, সাদিদের লেখাপড়া ও ক্রিকেট প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহনের দায়িত্ব নেবেন তিনি।
তিনি বলেন, 'আমরা সবসময় সাদিদের পাশে থেকে তাকে সঠিক পথে রাখতে চাই, যাতে সে অনুশীলন চালিয়ে যেতে পারে। জেলা প্রশাসন সাদিদকে তার ক্রিকেট স্কিল বিকাশে সহায়তা করে যাবে।'
জেলা প্রশাসক আরও বলেন, 'সাদিদ যদি চায়, তাহলে আমরা ওর কোচিংয়ের জন্য একাডেমির ব্যবস্থা করব।'
এ সময় বিসিবির পরিচালক আলমগীর খান আলো এবং সাদিদের মামা সিরাজুল ইসলাম শুভও উপস্থিত ছিলেন।
সম্প্রতি সাদিদের বোলিং অ্যাকশনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। প্রথমে কিংবদন্তি শচিন টেন্ডুলকার ও পরে শেন ওয়ার্নও তার বোলিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। এর পরই রাতারাতি তারকা বনে যায় খুদে প্রতিভা সাদিদ।
বরিশাল নগরের উলালঘূণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র সাদিদ (৬)। নগরের ৪ নম্বর ওয়ার্ডের মহাবাজ এলাকায় মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকে সে। তিন বছর বয়স থেকেই সাদিদ তার মামা শুভর কাছে ক্রিকেট অনুশীলন শুরু করে।