গর্ভবতী ও স্তন্যদানকারী নারীরাও টিকা পাবেন
ইতঃপূর্বে গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের কোভিড-১৯ টিকা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্বাস্থ্য অধিদপ্তর।
চলমান করোনাভাইরাস মহামারির কারণে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের কোভিড-১৯ সংক্রমিত হওয়ার ঝুঁকি বেড়ে যাওয়ায় তাদেরকেও সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জনস্বাস্থ্য কর্তৃপক্ষটি।
টিকা বিষয়ক জাতীয় কমিটির পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়ার কথা আজ রোববার (৮ জুলাই) এক প্রজ্ঞাপনে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের টিকাদানের ক্ষেত্রে আগে কিছু নির্দেশনা গ্রহণের কথা বলা হয় ওই প্রজ্ঞাপনে। তাদেরকে টিকার নিবন্ধনের সময় শুধুমাত্র হাসপাতাল বিশিষ্ট সরকারি টিকাদান ক্ষেত্রে টিকা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। টিকাদানের আগে টিকাদান কেন্দ্রের রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক কাউন্সেলিং করানো সাপেক্ষে টিকা দিতে বলা হয়েছে।
সেইসঙ্গে তাদের টিকাদানের জন্য আরও কিছু শর্ত দেওয়া হয়েছে। টিকাদানের দিন কেউ অসুস্থ থাকলে, কোনো গর্ভবতী নারী অনিয়ন্ত্রিত দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত থাকলে, ভ্যাকসিন অ্যালার্জির পূর্ব ইতিহাস থাকলে ও সম্মতিপত্রে টিকাগ্রহীতা/আইনানুগ অভিভাবক ও চিকিৎসকের স্বাক্ষর ছাড়া টিকা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া কোনো গর্ভবতী নারী প্রথম ডোজ টিকা গ্রহণের পর এইএফআই কেস হিসেবে শনাক্ত হলে তাকে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে না।
একজন রেজিস্টার্ড চিকিৎসককে কোভিড-১৯ টিকা গ্রহণে ইচ্ছুক গর্ভবতী নারীদের টিকা নেওয়ার আগে কিছু তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এরমধ্যে গর্ভবতী নারীদের গর্ভাবস্থায় কোভিড-১৯ হলে কী কী ঝুঁকি বেড়ে যায় তা জানাতে হবে।
গর্ভাবস্থায় কোনো নারী কোভিড-১৯ আক্রান্ত হলে নির্ধারিত সময়ের আগে সন্তান জন্মদানের সম্ভাবনা বাড়ে, নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। এছাড়াও ৩৫ বছরের বেশি গর্ভবতী নারী, উচ্চ বিএমআই সম্পন্ন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ অন্যান্য দীর্ঘমেয়াদি আক্রান্ত নারী গর্ভাবস্থায় (বিশেষ করে ১ম ও ২য় ট্রাইমেন্টার) কোভিড-১৯ এ আক্রান্ত হলে তা মারাত্মক রূপ নিতে পারে। এক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে। সাধারণ নারীদের তুলনায় গর্ভবতীরা কোভিড-১৯ আক্রান্ত হলে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কাও বেশি থাকে।
গর্ভবতী নারীদের টিকার সুফল সম্পর্কেও জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। টিকা নিলে কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ও এর ফলে সৃষ্ট জটিলতার ঝুঁকি অপেক্ষাকৃত কম। গর্ভাবস্থায় টিকা গ্রহণ করলে কোভিড-১৯ এর গর্ভজনিত ঝুঁকিসমূহের সম্ভাবনাও কম।
উল্লিখিত তথ্য উল্লেখপূর্বক এবং সব শর্ত পূরণ সাপেক্ষে গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের টিকা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।