ঘূর্ণিঝড় ইয়াশ: ক্ষতির আশঙ্কায় দ্রুত বোরো ধান কাটার নির্দেশ
আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াশের প্রভাবে মাঠের পাকা বোরো ধানের ক্ষতির আশঙ্কা রয়েছে। একই সাথে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে পদ্মা ও যমুনার মোহনায় অবস্থিত মানিকগঞ্জের শিবালয় উপজেলা প্লাবিত হবার শঙ্কা তৈরি হয়েছে।
এ মর্মে তাই বৃহস্পতিবার মানিকগঞ্জের শিবালয় উপজেলায় কৃষি অফিসার স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উপজেলার সকল কৃষককে তাদের ৮০% পাকা ধান কেটে ফেলতে অনুরোধ করা হয়েছে।
কৃষি শ্রমিক সংকট দেখা গেলে উপজেলা কৃষি অফিস বা এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ সংকটকালীন সময়ে যোগাযোগের প্রেক্ষিতে কৃষি শ্রমিক বা কম্বাইন হারভেস্টার পর্যাপ্ত সরবরাহের ব্যবস্থা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মোতাবেক, বঙ্গোপসাগরের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে উদ্ভূত নিম্নচাপের দরুণ সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় 'ইয়াশ' আগামী ২৬ মে উপকূল অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।