চট্টগ্রামে করোনা আক্রান্ত ৯ হাজার ছাড়াল
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুনভাবে ২৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এই নিয়ে বন্দরনগরীতে করোনাভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ১২৩ জন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৬টি ল্যাবে এক হাজার ৩৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪২টি নমুনা পরীক্ষা হয়েছে, শনাক্ত হয়েছে ৫১ জনের। বিআইটিআইডি হাসপাতাল ল্যাবে ৩১৫টি নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪০৮টি নমুনা পরীক্ষায় ১০০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।
চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৫৪টি নমুনা পরীক্ষায় শনাক্ত ২৫ জনের এবং ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫৭টি নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ল্যাবে ৯৬টি নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা শনাক্ত এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের একজনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, নতুন আক্রান্ত ২৭১ জনের মধ্যে ১৮৭ জন নগরের বাসিন্দা। বাকি ৮৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এই পর্যন্ত ১৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।