সাবেক এমপি শিমুল, মোস্তাফিজুর ও তাদের স্ত্রীদের বিরুদ্ধে দুদকের মামলা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরী, নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রী শামীমা সুলতানা জান্নাতীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার (৬ জানুয়ারি) তাদের নামে দুর্নীতি প্রতিরোধ আইন ও অর্থ পাচার প্রতিরোধ আইনে পৃথক মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি জানান, মোস্তাফিজুর রহমান চৌধুরী সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজ নামে ৯৮.৬৭ লাখ টাকার জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন।
তিনি আরও জানান, মোস্তাফিজুর ২১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৮ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৫৮০.৮২ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরী ২.০৬ কোটি টাকার জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন এবং ছয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩.১৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।
এছাড়া শফিকুল ইসলাম শিমুল জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৫.১৪ কোটি টাকার সম্পদ অর্জন এবং নিজ নামীয় ব্যক্তিগত ও ব্যবসায়িক ১১টি অ্যাকাউন্টের মাধ্যমে ৮.১১ কোটি টাকা জমা ও সাড়ে ৭ কোটি টাকা উত্তোলন করেছেন।
শিমুলের স্ত্রী শামীমা সুলতানা জান্নাতীর জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১১.২২ কোটি টাকার সম্পদ অর্জন এবং নিজ নামীয় ব্যক্তিগত ও ব্যবসায়িক ৪টি অ্যাকাউন্টের মাধ্যমে ৫.২৯ কোটি টাকা জমা ও ৫.১৪ কোটি টাকা উত্তোলন করেছেন।
আক্তার হোসেন বলেন, শামীমা সুলতানা জান্নাতীর নামে ২০২০ সালের ১০ জানুয়ারি প্রায় ১৭ লাখ ২৫ হাজার কানাডিয়ান ডলারে কানাডার টরন্টোতে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন বলে অভিযোগে বলা হয়েছে। বাংলাদেশি টাকায় বাড়িটির মূল্য প্রায় ১১ কোটি টাকা। বাড়িটির মালিকানা সংক্রান্ত নথি সংগ্রহের কার্যক্রম চলছে বলেও জানান তিনি।