জনসন এন্ড জনসনের কোভিড ভ্যাকসিনের জরুরি ব্যবহার অনুমোদন দিলো বাংলাদেশ
বেলজিয়ামের কোম্পানি জ্যানসেন উদ্ভাবিত কোভিড-১৯-এর ভ্যাকসিন বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
আজ (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অধিদপ্তর জানায়, ভ্যাকসিনটি ১৮ বছর বা তারচেয়ে বেশি বয়সীরা গ্রহণ করতে পারবেন।
দেশে জরুরি ব্যবহারের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পাওয়া করোনাভাইরাসের ষষ্ঠ ভ্যাকসিন এটি।
বেলজিয়ামের ওষুধ উৎপাদন কোম্পানি জ্যানসেন-সিলাং ইন্টারন্যাশনাল উদ্ভাবিত এ ভ্যাকসিন গত ১২ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবং তার আগের দিন ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সির (ইএমএ) অনুমোদন পায়।
যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং কানাডার স্বাস্থ্য বিভাগও নিজ নিজ দেশে জ্যানসেন ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে। জ্যানসেন কোম্পানিটির মূল মালিকানা আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানি জনসন এন্ড জনসনের।