জ্বালানির মূল্যবৃদ্ধি: শুক্রবার থেকে দেশব্যাপী পরিবহন ধর্মঘট
ডিজেল ও কেরোসিন তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল শুক্রবার থেকে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে পণ্য পরিবহন ও গণপরিবহন মালিকরা।
ফলে শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচল বন্ধ থাকবে।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মোঃ তোফাজ্জল হোসেন মজুমদার দি বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, "পরিবহন মালিকরা ইতিমধ্যে বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত। এর মধ্যে ডিজেলের দাম বাড়ানোর কারণে আমাদের পরিবহন চালানো অসম্ভব হয়ে পড়বে। হুট করে এই ধরনের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। সরকার আমাদের সাথে কোন ধরনের আলোচনাও করে নি"।
তাই আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট ডাকা হয়েছে বলে তিনি জানান।
এদিকে ট্রাক-কার্ভাড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর মোতালেব টিবিএসকে বলেন, "ডিজেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামীকাল (শুক্রবার) থেকে পণ্য পরিবহন বন্ধ রাখবে ট্রাক শ্রমিকেরা"।
গতকাল বুধবার ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়ায় সরকার। ফলে আজ থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ৮০ টাকা দিয়ে কিনতে হবে।
বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) বিভিন্ন গ্রেডের জ্বালানি পণ্য বর্তমান মূল্যে সরবরাহ করায় মোট ৭২৬.৭১ কোটি টাকা লোকসান হয়েছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় আরও বলেছে, "বিশ্ববাজারে ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অন্যান্য দেশ জ্বালানি তেলের মূল্য নিয়মিত সমন্বয় করছে। গত ১ তারিখে ভারতে ডিজেলের বাজার মূল্য প্রতি লিটার ১২৪.৪১ টাকা বা ১০১.৫৬ রুপি ছিল অথচ বাংলাদেশে ডিজেলের মূল্য প্রতি লিটার ৬৫ টাকা অর্থাৎ লিটার প্রতি ৫৯.৪১ টাকা কম।"
মন্ত্রণালয় আরও বলে, বর্তমান ক্রয় মূল্য বিবেচনা করে ডিজেলে লিটার প্রতি ১৩.০১ টাকা এবং ফার্নেস অয়েলে লিটার প্রতি ৬.২১ টাকা কমে বিক্রয় করায় প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা লোকসান দিচ্ছে বিপিসি।