ঝিনাইদহে আদালতের মালখানায় বিস্ফোরণ, নিহত ১ ও আহত ৩
ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও তিনজন আহত হন।
রোববার দুপুর দেড়টার দিকে এ বিস্ফোরণ ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শামিমুল ইসলাম জানান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় গণপুর্ত বিভাগের ইলেকট্রিক মিস্ত্রিরা কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনতে পান আদালতে থাকা উপস্থিত লোকজন। তারা ছুটে এসে দেখতে পান মালখানার দরজা, জানালা ভেঙে পড়েছে এবং ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরে সেখান থেকে আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ইলেকট্রিক মিস্ত্রি শফিকুল ইসলামের মৃত্যু হয়েছে।
তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা পুলিশ ও ফায়ার সার্ভিস এখনো জানাতে পারেনি। তদন্তের পর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে তারা।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, 'হাসপাতালের আনার পর আহতদের একজন মারা গেছেন। একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। অন্য দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।'