টিকা নেওয়া বাংলাদেশীদের নেদারল্যান্ডসে কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন হবে না
নেদারল্যান্ডস পৌঁছানোর পর বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিন করতে হবে না, সম্পূর্ণরুপে বা দুই ডোজ কোভিড-১৯ টিকা পাওয়া বাংলাদেশী ভ্রমণকারীদের।
তবে দুই ডোজ টিকা নেওয়াদেরও বাংলাদেশ ত্যাগের পূর্বে অবশ্যই কোভিড-১৯ টেস্ট করাতে হবে।
হেগে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এসব তথ্য জানিয়েছে।
সম্প্রতি দেশে কোভিড১-৯ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে কমে আসা শুরু করেছে। এর মধ্যেই ডাচ সরকারের এমন সিদ্ধান্তের কথা দূতাবাস সূত্রে জানা গেল।
গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী কোভিড-১৯ আক্রান্ত ২৪ জন মারা যান, যা গত ১৫ মে'র পর সবচেয়ে কম দৈনিক মৃত্যুর সংখ্যা। ১৫ মে ২২ জনের মৃত্যু হয়েছিল।
এদিকে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের টেস্ট করানোর জন্য আরটি-পিসিআর পরীক্ষা কেন্দ্র স্থাপন করছে সরকার। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ল্যাবটিতে পরীক্ষা শুরু হবে।