ডিএনসিসির সাত স্থানে কোভিড-১৯ পরীক্ষা
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার সাতটি স্থানে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য সাতটি বুথ স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে এসব বুথে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা শুরু হবে।
এসব বুথে সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত করোনার নমুনা সংগ্রহ করা হবে। বুথে সংরক্ষিত সরকার নির্ধারিত ফরম সরাসরি পূরণ সাপেক্ষে চেকলিস্ট অনুযায়ী নির্বাচিত রোগীদের নমুনা সংগ্রহ করা হবে।
এই বুথগুলোর অবস্থান হলো-
১। রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরের উত্তরা কমিউনিটি সেন্টার,
২। মিরপুর ১৩ নম্বরের ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার,
৩। মগবাজারের মধুবাগের আসাদুজ্জামান খান কামাল কমিউনিটি সেন্টার,
৪। মিরপুর মাজার রোডে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসোধ সংলগ্ন ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার,
৫। মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টার,
৬। দক্ষিণখানের আজিমপুরে ৩২৫ হাজী ইসমাইল দেওয়ান রোড
৭। উত্তরখান জেনারেল হাসপাতালে বুথ সাতটি বসানো হয়েছে।