ঢাকার পথে জাপানের দেওয়া অ্যাস্ট্রাজেনেকার তৃতীয় চালান
কোভ্যাক্স সুবিধার আওতায় জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকা টিকার তৃতীয় চালান আজ মঙ্গলবার ঢাকায় পৌঁছাবে।
জাপানের স্থানীয় সময় সোমবার রাত সোয়া ৯টার দিকে অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) একটি কার্গো বিমান অ্যাস্ট্রাজেনেকার ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা নিয়ে নরিতা বিমানবন্দরের ১ নং টার্মিনাল ছেড়েছে।
ক্যাথে প্যাসিফিক কার্গো বিমানে চালানটি আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
তৃতীয় চালানসহ জাপান থেকে পাঠানো মোট টিকার পরিমাণ হবে ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ।
এর আগে কোভ্যাক্স সুবিধার আওতায় অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।
রাতে নরিতা বিমানবন্দরে জাপানে তৈরি অ্যাস্ট্রাজেনেকা টিকা পাঠানোর সময় টোকিওতে বাংলাদেশ দূতাবাসের সৈয়দ নাসির এরশাদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।