ঢাকায় এলেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে ডা. শেরিকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৮ সালে দায়িত্ব গ্রহণের পর এটি ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশে দ্বিতীয় সফর।
বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে ২১ বার তোপধ্বনির মাধ্যমে গার্ড অব অনার জানায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমানবাহিনীর সদস্যবৃন্দ।
বিমানবন্দর থেকে সরাসরি ভুটানের প্রধানমন্ত্রী প্রথমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন ।
এরপর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন তিনি।
তিনদিনের রাষ্ট্রীয় সফরে, ভুটানের প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলে ভুটানের উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বিশ্বের প্রথম রাষ্ট্র হিসাবে ভুটান বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দেয়।
মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ বছর বাংলাদেশ ১০ দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করেছে। গত ১৭ই মার্চ জাতির জনকের জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ কর্মসূচীর উদ্বোধন করেন।
দক্ষিণ এশিয়ার ৫টি দেশের নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। আগামী ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামী বৃহস্পতিবার ভুটানে ফিরে যাবেন প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। সফর শেষে ভুটানে ফিরে প্রধানমন্ত্রীসহ প্রতিনিধিদলের সবাই ২১ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে থাকবেন বলে জানা গেছে।