দুই যাত্রীকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে ইতিহাদ এয়ারলাইন্সকে হাইকোর্টের নির্দেশ
৯ বছর আগে আবুধাবি এয়ারপোর্টে বাংলাদেশি দুই নাগরিককে হয়রানি করায় প্রত্যেককে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে ইতিহাদ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে এই রায় ঘোষণা করেন।
রিট পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ ও ইতিহাদের পক্ষে ছিলেন ব্যারিস্টার এবিএম সিদ্দিকুর রহমান খান।
২০১১ সালে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন হয়রানির শিকার যাত্রী তানজিন বৃষ্টি। রিটে এক লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল।
ইতিহাদ এয়ারওয়েজের কর্মকর্তাদের হাতে হয়রানির অভিযোগ এনেছিলেন ওই যাত্রী ও তার মা। আবুধাবি এয়ারপোর্টে একটি কক্ষে আটকে রেখে ১৪ ঘণ্টা পর বাংলাদেশে ফিরে আসতে বাধ্য করা হয় তাদের।
ওই ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে রিট আবেদন করলে ২০১১ সালের ১৪ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে আলাদা কমিটির মাধ্যমে তদন্ত করার নির্দেশ দেন হাইকোর্ট।
পরবর্তীকালে, ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে পররাষ্ট্র সচিব, বেসামরিক বিমান চলাচল সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইতিহাদের আবুধাবি বিমানবন্দরের অপারেশনাল ম্যানেজারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।
ওই রুল নিষ্পত্তি করে বৃহস্পতিবার এই আদেশ দিলেন হাইকোর্ট।
রিটে বলা হয়, ২০১১ সালের ২৮ জুন কানাডা ও বাংলাদেশের দ্বৈত নাগরিক তানজিন বৃষ্টি ও তার মা কানাডা যাওয়ার পথে ইতিহাদের কর্মকর্তাদের হয়রানির শিকার হন।
রিট করার আগে ওই বছরের ৫ জুলাই নাজেহাল হওয়া যাত্রী তানজিন বৃষ্টি ক্ষতিপূরণ চেয়ে আইনজীবী মনজিল মোরসেদের মাধ্যমে ইতিহাদের কাছে এক লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ দেন।