নরসিংদীতে নির্বাচনী সংঘর্ষে নিহত বেড়ে ৪
নরসিংদীর আলোকবালি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোরের এ সহিংসতায় একজন প্রার্থীসহ আরও অন্তত ২০ জন আহত হন; গুলিবিদ্ধ হন এদের নয়জন।
নিহতরা হলেন- সদর উপজেলার আলোকবালি গ্রামের আমির হোসেন (৪২), আশরাফুল (১৮), খুশু বেগম (৩২) এবং খায়রুল ইসলাম (৩০)।
গুলিবিদ্ধ নয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপন মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।
তিনি জানান, "বৃহস্পতিবার সকাল ৬টার দিকে আলোকবালি গ্রামে রিপন ও তার সমর্থকরা বন্দুক এবং টেটা নিয়ে আবুল খায়েরের সমর্থকদের ওপর হামলা চালালে সংঘর্ষের ঘটনা ঘটে"।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুলিবিদ্ধ অবস্থায় তিনজন ঘটনাস্থলেই নিহত হয়; এরপর আহতদের মধ্যে নয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
তাদের মধ্যে গুলিবিদ্ধ খায়রুল দুপুরে ঢাকায় নেওয়ার পথে মারা যান।
ওসি আরও জানিয়েছেন, হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।
নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান সওগাতুল আলম।
আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ২৮ অক্টোবর নরসিংদীর কাচারীকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়।