নারায়ণগঞ্জে ‘জঙ্গি’ সন্দেহে আটক তিন
নারায়ণগঞ্জের ফতুল্লায় জঙ্গি সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদুদ্দিন রুমি (২৭), তার স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২৩) এবং রুমির ভাই জামালুদ্দিন রফিক (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসলাম হোসেন। কাউন্টার টেররিজম ইউনিটকে জেলা পুলিশের সদস্যরাও সহযোগিতা করছেন বলে জানান তিনি।
তিনি জানান, ফরিদুদ্দিন রুমি আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রপ্রকৌশল বিভাগের শিক্ষক। তার ভাই জামালুদ্দিন রফিক খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তাদের বাবা জয়নাল আবেদিন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম)।
এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোররাত থেকে ফতুল্লার তক্কার মাঠ এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘেরাও করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
বাড়ির মালিকের নাম জয়নাল আবেদিন। টিনশেড এই বাড়িতে বিস্ফোরক জাতীয় দ্রব্য থাকতে পারে এই সন্দেহে ‘বোম ডিসপোজাল ইউনিট’কেও খবর দেওয়া হয়।
ওই ইউনিটের সদস্যরা এলে বাড়িটিতে তল্লাশি চালানো হবে বলে জানিয়েছেন ইউনিটের একটি সূত্র।
ওদিকে, পুলিশের একটি সূত্র জানিয়েছে যে, পুলিশ বাহিনীর ওপর চালানো সাম্প্রতিক হামলাগুলোর মাস্টারমাইন্ড ওই ভবনে লুকিয়ে ছিল।
অভিযান শেষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান ওসি মোহাম্মদ আসলাম হোসেন।