নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর ৫০ ফুট উঁচু তর্জনী
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধুর ৫০ ফুট উঁচু তর্জনী নির্মাণ করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক স্থায়ী কমিটি।
তর্জনীটি আগামী ১৫ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আন্ত ওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলার দিন প্রদর্শিত হবে। পরে এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে স্থায়ীভাবে স্থাপন করাা হবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর এবং দক্ষিণ সিটির ক্রীড়া ও সাংস্কৃতিক স্থায়ী কমিটির সভাপতি মোছাদ্দেক হোসেন জাহিদ বলেন, বঙ্গবন্ধু তর্জনী উঠিয়ে বক্তৃতার মাধ্যমে আমাদের স্বাধীনতার ডাক দিয়েছেন। বঙ্গবন্ধুর এই তর্জনী আমাদের জন্য অনুপ্রেরণা। যতবারই তার তর্জনী দেখি ততবারই বঙ্গবন্ধুর আদর্শের কথা মনে পড়ে।
২১ নং ওয়ার্ড কাউন্সিলর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক স্থায়ী কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বঙ্গবন্ধু তর্জনীর মাধ্যমে পাকিস্তানিদের বিরুদ্ধে দূর্বার আন্দোলনের ডাক দেন। প্রস্তুতি নিতে বলেন স্বাধীনতার। বঙ্গবন্ধুর তর্জনী দেখলেই ভিন্ন অনুভূতি তৈরি হয়। এটি নতুন প্রজন্মকে স্বাধীনতার কথা বারবার স্মরণ করিয়ে দিবে।
তর্জনীর নকশা করেছেন আসাদুজ্জামান আসাদ।
এছাড়া ১৯৪০ সালের কিশোর বঙ্গবন্ধুর জার্সি ও শিরোপা হতে দুর্লভ ছবিটি হাতে একে ডিসপ্লে করা হবে।
ছবিটা একেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সাবেক ছাত্র মোশাজ্জেম হেসেন জনি।
তর্জনী এবং ছবির প্রধান পৃষ্ঠপোষক মধুমতি ব্যাংক এবং সহ-পৃষ্ঠপোষক ওরিয়ন গ্রুপ।