পতেঙ্গায় তেলবাহী ট্যাংকারে আগুন, ২ জনের মৃত্যু
চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে এমটি ইরাবতী-১ নামক একটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডে দুইজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও তিনজন।
নিহতরা হলেন- রুহুল আমিন (৪৫) ও নিজাম উদ্দীন (৪০)। অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ তিন শ্রমিক হলেন- আবু সুফিয়ান (৪৭), সাহাবুদ্দিন (৬০) ও মনির হোসেন (৩৪)।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে নদীর দক্ষিণ প্রান্তে সুপার পেট্রোকেমিকেল লিমিটেডের জেটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ট্যাংকারটির ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
পরে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে দগ্ধ তিনজনকে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহির উদ্দিন ভূঁইয়া।
তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) থেকে বলা হয়েছে, আগুন লাগার পর বন্দরের টাগবোট কান্ডারি-১ ও কান্ডারি-১০ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে যোগ দেয়।
এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সিপিএ'র সম্পাদক ওমর ফারুক। কোথাও তেল ছড়িয়ে ছিটিয়ে নেই এবং বন্দর চ্যানেলে জাহাজ চলাচলেও কোনো বিঘ্ন হচ্ছে না।