প্রথম আলোর আয়োজকদের অবহেলাই আবরারের মৃত্যুর জন্য দায়ী: প্রধানমন্ত্রী
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার রাহাত (১৫) নিহত হওয়ার পেছনে প্রথম আলোর আয়োজকদের অবহেলাই দায়ী বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, এই মৃত্যুর ঘটনা অবশ্যই গর্হিত অপরাধ, একে বরদাস্ত করা যায় না।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনাজনিত আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের অনুকূলে আর্থিক সহায়তা ভাতা এবং অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত শুক্রবার (১ নভেম্বর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত কিশোর আলোর বর্ষপূর্তিতে এসেছিল আবরার। সেখানে বিকালে অনুষ্ঠান চলাকালে বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে ওই মাঠে স্থাপিত জরুরি মেডিকেল ক্যাম্পের দু’জন বিশেষজ্ঞ (এফসিপিএস) চিকিৎসক নাইমুলকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর তাকে মহাখালীর বেসরকারি ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবরারকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় গত ৩ নভেম্বর ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয় প্রথম আলোকে।
এরপর বুধবার (৬ নভেম্বর) প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন আবরারের বাবা মুজিবর রহমান।
রাজধানীর তেজগাঁও এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে আয়োজিত হয় এই অনুষ্ঠান।
২০১২ সালে সাংবাদিক সহায়তা অনুদান ও ভাতা নীতিমালা প্রণয়ন করে সরকার।