বাংলাদেশ সেনাবাহিনীকে কোভিড ভ্যাকসিনের ১ লাখ ডোজ উপহার দিলেন ভারতীয় সেনাপ্রধান
ভারতীয় সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ জেনারেল মনোজ মুকুন্দ নারভানে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের কাছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের এক লাখ ডোজ উপহার হিসেবে দিয়েছেন।
বাংলাদেশ সফররত ভারতীয় সেনাপ্রধান আজ বৃহস্পতিবার জেনারেল আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঢাকা ক্যান্টনমেন্টের সেনা সদর দপ্তরে আসেন।
জেনারেল আজিজের আমন্ত্রণে বাংলাদেশে পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে এসেছেন জেনারেল নরভানে। আজ সকালেই তিনি ঢাকা পৌঁছেছেন।
দুই দেশের সেনাপ্রধানের মধ্যে বৈঠকে পরস্পর শুভেচ্ছা বিনিময়সহ বিদ্যমান সুসম্পর্ক রক্ষায় নানান ক্ষেত্রে সহযোগিতা এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ভবিষ্যৎ সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে সীমান্ত সড়ক ব্যবস্থাপনা, সেনাবাহিনীর বৈমানিকদের প্রশিক্ষণ, প্রতিরক্ষা বিশেষজ্ঞ বিনিময় ও প্রশিক্ষণ, প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং অন্যান্য ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়েছে বলে বার্তা সংস্থা বাসস সূত্রে জানা গেছে।