বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু
রাজধানীর হাতিরঝিল এলাকায় অবস্থিত বহুল আলোচিত বিজিএমইএ ভবন ভাঙা শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্পোরেশন (রাজউক)। বুধবার দুপুরে এ ভবন ভাঙার কার্যক্রম শুরু হয়।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম দুপুর সাড়ে ১২টায় ভাঙার কার্যক্রম উদ্বোধন করেন।
বিজিএমইএর সভাপতি রুবানা হক বলেন, আদালতের রায়ের ওপর আমাদের পুরোপুরি সন্মান রয়েছে। ভবনটি ভাঙ্গার সময় নিরাপত্তার বিষয়টি যেনো সর্বোচচ গুরুত্ব দেওয়া হয়। পোশাক খাতের উন্নয়নে এ খাতের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িত তাদের সকলের সহযোগিতা প্রত্যাশা করি।
হাতিরঝিলে আড়াআড়ি করে গড়ে ওঠা বিজিএমইএ ভবনটি ভাঙতে সর্বোচ্চ আদালতের নির্দেশনার পরও এ নিয়ে জটিলতা সৃষ্টি হয়। রাজউক ভবনটি ভাঙার দরপত্র আহ্বানের পর সর্বোচ্চ দরদাতা হিসেবে ভাঙার কাজ পায় ‘সালাম অ্যান্ড ব্রাদার্স’ নামের প্রতিষ্ঠান। তাদের দরপত্র ছিল এক কোটি ৭০ লাখ টাকার। সে অনুযায়ী তাদের কার্যাদেশও দেওয়া হয়। কিন্তু শেষ মুহূর্তে এসে ভবন ভাঙার কার্যক্রম থেকে সরে আসে প্রতিষ্ঠানটি।
পরবর্তী সময়ে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান ‘ফোর স্টার’কে কাজ দেয় রাজউক। ভবনটি সনাতন পদ্ধতিতে ভাঙতে সময় লাগবে ছয় মাস।