বিজিএমইএ ভবন ভাঙার কার্যক্রম শুরু কাল
রাজধানীর হাতিরঝিল এলাকায় অবস্থিত বহুল আলোচিত বিজিএমইএ ভবন ভাঙা শুরু হচ্ছে। বুধবার সকালে ভবন ভাঙার কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজউকের চেয়ারম্যান সাঈদ নূর আলম।
তিনি জানান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম সকাল ১০টায় ভাঙার কার্যক্রম উদ্বোধন করবেন। পাশাপাশি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে তথ্য জানাবেন।
রাজউক চেয়ারম্যান আরও জানান, প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ দিয়ে ভবনটি ভাঙা হবে, যাতে সময় লাগবে ছয় মাস।
হাতিরঝিলে আড়াআড়ি করে গড়ে ওঠা বিজিএমইএ ভবনটি ভাঙতে সর্বোচ্চ আদালতের নির্দেশনার পরও এ নিয়ে জটিলতা সৃষ্টি হয়। রাজউক ভবনটি ভাঙার দরপত্র আহ্বানের পর সর্বোচ্চ দরদাতা হিসেবে ভাঙার কাজ পায় ‘সালাম অ্যান্ড ব্রাদার্স’ নামের প্রতিষ্ঠান। তাদের দরপত্র ছিল এক কোটি ৭০ লাখ টাকার। সে অনুযায়ী তাদের কার্যাদেশও দেওয়া হয়। কিন্তু শেষ মুহূর্তে এসে ভবন ভাঙার কার্যক্রম থেকে সরে আসে প্রতিষ্ঠানটি।
পরবর্তী সময়ে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান ‘ফোর স্টার’কে কাজ দেয় রাজউক। প্রতিষ্ঠানটি সনাতন পদ্ধতিতে ভাঙবে ভবনটি।