ভারত থেকে ১০ লাখ কোভিশিল্ড ভ্যাকসিন পৌঁছল ঢাকায়
সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে ১০ লাখ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন শনিবার গ্রহণ করেছে বাংলাদেশ।
ভ্যাকসিনের চালানবাহী একটি বিমান আজ (শনিবার) সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
বিমানবন্দরে ওই চালান গ্রহণ করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
বলে রাখা ভালো, ভারতে করোনাভাইরাসের মারাত্মক প্রাদুর্ভাবে মৃত্যু ও শনাক্তসংখ্যা বেড়ে যাওয়ায় গত মার্চ মাসে ভ্যাকসিন রপ্তানি স্থগিত করেছিল দেশটি।
তার আগে, অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার সহযোগিতায় সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড ভ্যাকসিনের ৩ কোটি ডোজ আমদানি করতে সেরাম ও বেক্সিমকোর সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় গত বছরের নভেম্বরে একটি চুক্তি স্বাক্ষর করে। সেই চুক্তি অনুসারে প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে ছয় মাসের মধ্যে ভ্যাকসিনগুলো সরবরাহ করার কথা ছিল সেরামের।
ওই চুক্তির প্রথম চালানে ৫০ লাখ ভ্যাকসিন ঢাকায় আসে গত ২৫ জানুয়ারি। দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ ভ্যাকসিন আসে ২২ ফেব্রুয়ারি। এরপরই ভ্যাকসিন রপ্তানি স্থগিত করে দিয়েছিল ভারত।