ভৈরবে ইতালি প্রবাসীর মৃত্যু, ১০ বাড়ি লকডাউন
এবার কিশোরগঞ্জের ভৈরবে মারা গেছেন ইতালি ফেরত এক প্রবাসী। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব বুলবুল আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।
রোববার রাত ১০টার দিকে এই প্রবাসী মৃত্যুবরণ করেন। তার বয়স প্রায় ৬৫ বছর।
সোমবার সকালে তার বাড়ির আশপাশের ১০টি বাড়িকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা. মুজিবর রহমান জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি তিনি দেশে আসেন। দেশে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পর্যায়ক্রমে দুটি বেসরকারি হাসপাতাল আবেদিন জেনারেল হাসপাতাল ও ডক্টরস চেম্বারে তাকে চিকিৎসা দেওয়া হয়।
সিভিল সার্জন জানান, করোনা ভাইরাসে তার মৃত্যু হয়েছে কি-না এটা তিনি নিশ্চিত নন। মারা যাবার পর আজ সকালে তার রক্তের নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর।
তিনি আরও বলেন, নিহতের লাশ সংক্রামক বিধি অনুযায়ী সৎকার করা হবে। এছাড়া মৃত্যুর আর পর্যন্ত তিনি কার কার সংস্পর্শে এসেছিলেন তা শনাক্ত করার চেষ্টা চলছে।