মহাখালীর বস্তিতে মধ্যরাতের আগুনে পুড়ল ৫০ ঘর
রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আগুনে পুড়ে গেছে ৫০টিরও বেশি ঘর। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার (২৩ নভেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে সূত্রপাত হওয়া এই আগুন দেড় ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের ডিরেক্টর জিল্লুর রহমান গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে বলেন, 'আগুন লাগার পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। আগুন লাগার পরপরই প্রায় ৪০টি ঘর পুড়ে যায়। আমরা নিয়ন্ত্রণে আনতে আনতে ৬০টি ঘর পুড়েছে।'
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
মহাখালীর এই একই বস্তিতে ২০১৬ সালের ১২ ডিসেম্বর লাগা এক আগুনে ১০০ টি ঘর পুড়ে যায়।