মাগুরায় যানবাহন ও মানুষ জীবাণুমুক্ত করতে একাধিক টানেল
করোনাভাইরাস প্রতিরোধে মাগুরা শহরের প্রধান প্রবেশ মুখ ভায়না মোড় ও ঢাকা রোডে স্থাপন করা হয়েছে জীবাণুনাশক বড় দুটি টানেল। দুই ও তিন চাকার যানবাহন এবং মানুষ স্প্রে হয়ে এ টানেলের মধ্যে দিয়ে জীবাণুমুক্ত হয়ে শহরে প্রবেশ করছে।
মাগুরা পৌরসভার অর্থায়নে ও বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে টানেল দুটি তৈরি করা হয়েছে। শনিবার সকাল থেকে এগুলো খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য।
মাগুরা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মাহবুবর রহমান জানান, মাগুরা শহরের প্রধান দুটি প্রবেশ মুখ ভায়না মোড় ও ঢাকা রোড। সেখান দিয়ে জেলার বিভিন্ন স্থানের মানুষ ও যানবাহন শহরে প্রবেশ করে। এ কারণে এই দুটি প্রবেশ মুখে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। টানেলের মধ্যে দিয়ে দুই ও তিন চাকার যানবাহনের পাশাপাশি মানুষ জীবাণুমুক্ত হয়ে শহরে প্রবেশ করবে। এ জন্য পানির সঙ্গে ডিটারজেন ও খার জাতীয় মেডিসিন ব্যবহার করা হচ্ছে।
এদিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সামনে স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ব্যবস্থাপনায় অপর একটি জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে। এর ফলে যাতায়াতকারীরা হাসপাতালে জীবাণুমুক্ত হয়ে প্রবেশ ও প্রস্থান করবেন।