মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন পেল গ্লোব বায়োটেকের 'বঙ্গভ্যাক্স'
দেশীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি গ্লোব বায়োটেক লিমিটেডের সিঙ্গেল-ডোজ করোনা টিকা 'বঙ্গভ্যাক্স'কে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দেওয়া হয়েছে। এই টিকা মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)।
গ্লোব বায়োটেকের সিনিয়র ম্যানেজার (স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন) ড. মোহাম্মদ মহিউদ্দিন মঙ্গলবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'বিএমআরসি আমাদেরকে ব্যাঙ্গাভ্যাক্সের হিউম্যান ট্রায়াল চালানোর নৈতিক অনুমতি দিয়েছে।
'তবে প্রক্রিয়াটি শুরু করার জন্য আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) অনুমতি দরকার। তারপরই আমরা ট্রায়াল শুরু করতে পারব।'
গ্লোব বায়োটেক গত বছরের জুলাই মাসে করোনার প্রতিষেধক টিকা উদ্ভাবনের কথা জানায়। এর পর থেকেই এ টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন পেতে চেষ্টা করে আসছিল প্রতিষ্ঠানটি।