মুজিববর্ষে সেরা করদাতার সম্মাননা নিলেন কাউছ মিয়া
মুজিববর্ষে সেরা করদাতার সম্মাননা নিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাউছ মিয়া।
ব্যক্তি পর্যায়ে সর্বাধিকবার এবং সর্বোচ্চ করদাতার সম্মান অর্জন করার পাশাপাশি জাতীয় রাজস্ব খাতে বিশেষ অবদান রাখায় ব্যবসায়ী ও সমাজসেবক কাউছ মিয়াকে সেরা করদাতা নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা স্মারক, প্রশংসাপত্র ও ক্রেস্ট তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউছ মিয়া। তিনি বলেন, আমার বয়স হয়েছে। চিকিৎসক কথা কম বলতে বলেছেন। তারপরও আমাকে এই সম্মান জানানোর জন্য কৃতজ্ঞ।
কাউছ মিয়া বলেন, জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে আজকের অবস্থানে এসেছি। সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করেছি। বাকিটা জীবনও যেন এভাবে পথ চলতে পারি। ধন্যবাদ সবাইকে।
কাউছ মিয়া কয়েক বছর ধরেই সেরা করদাতার সম্মাননা পেয়ে আসছেন। তিনি ১৯৫৮ সাল থেকে কর দেন। ১৯৬৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে এক নম্বর করদাতা হয়েছিলেন কাউছ মিয়া।
হাকিমপুরী জর্দা উৎপাদনকারী প্রতিষ্ঠানটির মালিক মো. কাউছ মিয়া তার ব্যবসা শুরু করেছিলেন মাত্র আড়াই হাজার টাকা নিয়ে, পঞ্চাশের দশকে। তার বক্তব্য অনুযায়ী, এখন তার বিভিন্ন ব্যবসা আর জায়গাজমি মিলিয়ে মোট সম্পদের পরিমাণ প্রায় দশ হাজার কোটি টাকা।
২০১৬-১৭ কর বছরে ঢাকা জেলার কর বাহাদুর পরিবার হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে তাকে। রাজস্ব প্রদানে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ধারাবাহিকভাবে ১৪ বার বিভিন্ন রাজস্ব পুরস্কারে ভূষিত হয়েছেন।
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির নিকট হতে ঋণ গ্রহণ না করে সম্পূর্ণ নিজস্ব সম্পদে দীর্ঘ সময় ব্যবসা পরিচালনা এবং স্বপ্রণোদিতভাবে, স্ব উদ্যোগে নিয়মিত কর প্রদানের বিষয়টি তাকে স্বতন্ত্রতা প্রদান করেছে।
কর প্রদানের পাশাপাশি কাউছ মিয়া বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন। সামাজিক দায়িত্ব পালনেও তিনি অগ্রগামী এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে অসামান্য অবদান রেখে চলেছেন।