যানবাহন না থাকায় ও ছুটির কারণে ভোটার কম: আমু
ভোটার উপস্থিতি কম হওয়ার পেছনে বিভিন্নজন নানা ব্যাখ্যার মাঝেই নতুন যুক্তি উপস্থাপন করলেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু। রাস্তায় যানবাহন না থাকা টানা দু’দিন ছুটি হওয়ায় ভোটার উপস্থিতি কম হয়েছে বলে জানান তিনি।
ভোট গ্রহণ শেষ হওয়ার পর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আমির হোসেন আমু বলেন, ভোটারা কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানের মাধ্যমে সব ধরনের অপ্রচার ও শঙ্কার জবাব দিয়েছেন। ইভিএমের মাধ্যমেও ভোট দেওয়া যায় সেটা প্রমাণ করেছেন।
ভোটার কম উপস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমত টানা দু’দিন ছুটি হওয়ার কারণে অনেকেই ঢাকার বাইরে বেড়াতে গিয়েছেন। দ্বিতীয়ত আজ ঢাকায় যানবাহন চলাচল বন্ধ ছিল। এ কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম হয়েছে।