রাজশাহী সিটিতে লকডাউন বাড়লো আরও এক সপ্তাহ
রাজশাহী সিটি করপোরেশন এলাকায় বিশেষ লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৪ জুন মধ্যরাত পর্যন্ত নির্ধারণ করেছে জেলা প্রশাসন।
এই সাত দিন নগরে ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় দোকানপাট বাদে সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে। জরুরি সেবার গাড়ি ছাড়া কোনো ধরনের যানবাহন রাস্তায় চলবে না। সরকারি অফিস ও জরুরি সেবার অফিস ছাড়া সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বুধবার (১৬ জুন) রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা শেষে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও জেলা প্রশাসক আব্দুল জলিল যৌথভাবে লকডাউনের ঘোষনা দেন ও বিধি-নিষেধের কথা জানান। এসময় প্রশাসন জানায়, সংক্রমণের হার এখনও উর্ধ্বমুখী, সে কারণে লকডাউনের মেয়াদ আরেক দফায় বাড়ানো হলো।
এর আগে গত ১০ জুন থেকে ১৭ জুন মধ্যরাত ১২টা পর্যন্ত জেলা প্রশাসন এক সপ্তাহের জন্য বিশেষ লকডাউনে'র আদলে কঠোর বিধিনিষেধ জারি করে। সে মেয়াদ শেষ হবে আগামীকাল।