রোজিনার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের মুখে পররাষ্ট্র মন্ত্রণালয়: মোমেন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন আজ বৃহস্পতিবার জানিয়েছেন, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের ঘটনা নিয়ে আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রশ্নের মুখে পড়বে তার মন্ত্রণালয়।
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউনের সাথে বৈঠকের পর গণমাধ্যমের সামনে তিনি বলেন, 'এই ঘটনা মোটেও গ্রহণযোগ্য নয়। এর জন্য বহির্বিশ্বের প্রশ্নের মুখোমুখি হতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে।'
পররাষ্ট্রমন্ত্রী আরো উল্লেখ করেন যে সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে।
'সাংবাদিকরা আমাদের উন্নয়নের অংশ। তাদের কাজের কারণেই আমরা দেশের নানা দুর্নীতি সম্পর্কে জানতে পারি', বলেন তিনি।
সরকারের সুনাম ক্ষুণ্ণ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়ী করেছেন পররাষ্ট্রমন্ত্রী।
মোমেন বলেন, 'এই মন্ত্রণালয়কে তদন্তের মধ্যে রাখা হয়েছে, কিন্তু আবারও কিছু অসৎ কর্মকর্তার জন্য সরকারের সুনাম নষ্ট হলো।'
এছাড়াও, তিনি আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই বাংলাদেশ কোভিড-১৯ ভ্যাকসিনের প্রচুর ডোজ পাবে। তিনি জানান, চীনের সিনোভ্যাক কোম্পানির সঙ্গে চুক্তির সকল প্রক্রিয়া এই সপ্তাহেই পাকা হবে। সেই সাথে রাশিয়ার স্পুটনিক ভি-এর ভ্যাকসিন আনার প্রক্রিয়াও চলছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ভারত, যুক্তরাষ্ট্র ও কানাডার কাছ থেকেও ভ্যাকসিন ডোজ চেয়েছে বাংলাদেশ।