শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের কর্নার
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় প্রেস ক্লাব লাইব্রেরিতে উদ্বোধন করা হয়েছে মুক্তিযুদ্ধের কর্নার। এতে মুক্তিযুদ্ধের ওপর লেখা বিভিন্ন ধরনের বই স্থান পেয়েছে। শনিবার সকালে মুক্তিযোদ্ধা ও প্রেস ক্লাবের জেষ্ঠ্য সদস্যদের উপস্থিতিতে তা উদ্বোধন করা হয়।
এর আগে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার মেজর (অব.) শামসুল আরেফিন, জেষ্ঠ্য সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তর ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, বাসসের ব্যবস্থাপনা সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, আজিজুল ইসলাম ভূঁইয়া, শাবান মাহমুদ, আবদাল আহমেদ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী ও মাঈনুল আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় প্রেস ক্লাবের লাইব্রেরি কমিটির সভাপতি শাহনাজ বেগম।
মেজর (অব.) শামসুল আরেফিন বলেন, আমাদের জন্য ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ, খুব কষ্টেরও। কারণ ২৬ মার্চের আগের দিন কালোরাত্রি এবং ১৬ ডিসেম্বরের আগে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম বলেন, আজ প্রেস ক্লাবের জন্য এক ঐতিহাসিক দিন। পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করে এ দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল। আজকের অনুষ্ঠানে দেশ বরেণ্য বুদ্ধিজীবীদের উপস্থিতি প্রমাণ করে তাদের সিদ্ধান্ত ভুল ছিল।