শুধু ব্যবসায়ী নয়, গবেষকদের দিকেও নজর দিতে হবে: জাফরুল্লাহ
শুধুমাত্র ব্যবসায়ীদের দিকে নয় গবেষণায় দিকে নজর দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃক বাংলাদেশে নতুন অনন্য SARS-CoV-2 ভেরিয়েন্টে শনাক্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "শুধু ব্যবসায়ীদের দিকে নয়, সরকারের গবেষণার দিকেও নজর দিতে হবে। এইদিকে নজর দিলে করোনাভাইরাস বিষয়ে ব্যাপক আকারে গবেষণা করা যাবে। দেশের তরুণ গবেষককদের দিয়ে বাংলাদেশের ছয় মাসের মধ্যে সবগুলো টিকা তৈরি করা সম্ভব।"
সভায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, "বর্তমানে বাংলাদেশের ৪৩ বিলিয়ন ডলার মজুদ রয়েছে। একটা অত্যন্ত ভালো খবর। সরকারকে অনুরোধ করছি- এই টাকার মাত্র অর্ধেক বিলিয়ন ডলার (জনপ্রতি মাত্র ৩ ডলার) সরকার গবেষণার জন্য বিনিয়োগ করুক। আমাদের প্রতিটা বেসরকারি বিশ্ববিদ্যালয় গবেষণা করতে পারবে। তাদের গবেষণার সুযোগটা করে দিতে হবে। রাষ্ট্রের প্রতিটা মানুষের মঙ্গলার্থে এই গবেষণা করা প্রয়োজন। এর মধ্যে এক-চতুর্থাংশ গবেষণার কাজে, বাকি এক-চতুর্থাংশ টিকা উৎপাদনে ব্যয় করা হবে। বিদেশ থেকেও আমরা গবেষক আনতে পারি। এটা করা গেলে বর্তমান সময়ে বাজারে যতগুলো টিকা রয়েছে তার সবগুলোই আমরা ছয় মাসে তৈরি করতে পারি।"