সংশোধন নয়, ২৬ মার্চের আগেই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করুন: জাফরুল্লাহ চৌধুরী
ডিজিটাল নিরাপত্তা আইনে সংশোধন করা হঠকারিতা ও প্রতারণার সামিল; কোন সংশোধন নয়, ২৬ মার্চের আগেই ডিজিটাল নিরাপত্তা নামক এ কালো আইন বাতিল করার আহবান জানিয়েছেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'একজন কার্টুনিস্ট কার্টুন এঁকে সরকারের তেমন কি ক্ষতি করে? কার্টুনিস্ট কিশোরকে ১০ মাস জামিন দেয়া হয়নি। এ পর্যন্ত এই কালো আইনে এক হাজার লোকের উপর নিপীড়ন করা হয়েছে'।
তিনি আরও বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন লেখক মুশতাকের স্বাভাবিক মৃত্যু হয়েছে, আমি প্রশ্ন রাখতে চাই বন্দিদের নিপীড়ন করে চিকিৎসা না দিলে তো তারা মৃত্যুবরণ করবেই। কোন কারাগারেই পর্যাপ্ত চিকিৎসা দেয়া হয় না'।
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, 'আপনি এই কালো আইনের কবর দিয়ে দেন, কোন সংশোধনের প্রয়োজন নেই'।
মানববন্ধনে আরও উপস্থিত বাংলাদেশ লেবার পার্টির চেয়্যারমান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, 'এ সরকার জামায়াত-জাতীয় পার্টিকে সাথে নিয়ে একসময় তত্ত্বাবধায়ক সরকার কায়েম করেছে। এখন জোর করে ক্ষমতায় রয়েছে, দিনের ভোট রাতে করছে। আমরা এ সরকারকে আর দেখতে চাই না'।
এছাড়া ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কে.এম আবু তাহের বলেন, 'আমরা ডিজিটাল নিরাপত্তা আইনের কোন সংশোধন চাই না, আমরা এই কালো আইন বাতিল চাই'।