সাংবাদিক নেতাদের হিসাব তলব ‘অপ্রত্যাশিত’: স্বরাষ্ট্রমন্ত্রী
সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব চাওয়ার চিঠি 'অপ্রত্যাশিত' বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
তিনি বলেন, "আপনাদের সাথে আমি সম্পূর্ণ একমত। ঘটনাগুলো অপ্রত্যাশিতভাবে হয়েছে। আসলে আমারও জানা ছিল না। তথ্যমন্ত্রী মহোদয়ও বোধ হয় জানতেন না কিছু।"
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আপনারা যখন আমাকে জানিয়েছেন, আমি সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলাপ করেছি। তিনিও আপনাদের মতে একটি চিঠির কথা বলেছেন। সেই চিঠির উৎপত্তি কোথায় সেটাও দেখছি।"
ভবিষ্যতে যাতে এমন না হয়, সে বিষয়টি লক্ষ্য রাখা হবে জানিয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, "আমার মনে হয়, পুরোপুরি ভুল–বোঝাবুঝির মাধ্যমে চিঠিটি গেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এ রকমভাবে যাওয়া উচিত হয়নি। এটি একটু দেখে নিই, কোথায় থেকে কী হয়েছে। আমরা এটির ব্যবস্থা করছি। ভবিষ্যতে যেন এ রকম না হয়, সেটা লক্ষ রাখা হবে। এ বিষয়ে সবার সঙ্গে আলাপ করছি।"
গত ১২ সেপ্টেম্বর সাংবাদিকদের চারটি সংগঠনের শীর্ষ নেতাদের ব্যাংক হিসাব চেয়ে বিভিন্ন তফসিলি ব্যাংকে চিঠি দেয় ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট- বিএফআইইউ। এর প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন এই নেতারা। এরপর গতকাল জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ করেন তারা। প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।