বান্দরবান সংকটে কঠোর অবস্থানে যাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামে বিরাজমান সংকট ও সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে সরকার কঠোর অবস্থানে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার (৬ এপ্রিল) বান্দরবান পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতির ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি বলেন, "বান্দরবান সবসময়ই শান্তিপূর্ণ একটি জায়গা। পার্বত্য চট্টগ্রামে যারা সশস্ত্র কার্যকলাপে উসকানি দিচ্ছে বা সহায়তা করছে, তাদেরকে চিহ্নিত করা হবে।"
তিনি আরও বলেন, আইন প্রয়োগকারী বা গোয়েন্দা সংস্থার কোনো গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখবে সরকার।
এর আগে, মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বান্দরবানে সোনালী ব্যাংকের রুমা শাখায় হামলা চালিয়ে ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি আগ্নেয়াস্ত্র লুটপাট করে সন্ত্রাসীরা। ভল্টের টাকা নিতে না পেরে ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় তারা।
এর পরের দিন ভরদুপুরে থানচি বাজারের সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে হামলার ঘটনা ঘটে। এসময় কৃষি ব্যাংক থেকে ২ লাখ ৪২ হাজার টাকা এবং সোনালী ব্যাংক থেকে আনুমানিক ১৫ লাখ টাকা নিয়ে যায় ডাকাতরা।
সবশেষ বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে রুমা থেকে সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে উদ্ধার করে র্যাব। কিন্তু এ ঘটনার দুই ঘণ্টার মধ্যে আবারও থানচি বাজার ও থানায় হামলা করে সন্ত্রাসীরা।
টানা এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে আজ বান্দরবান পরিদর্শনে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় মন্ত্রী সোনালী ব্যাংকের রুমা শাখা, মসজিদ ও উপজেলা পরিষদ পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে পুলিশ, বিজিবি, আনসার ও ডিজিএফআই প্রধানসহ ২০ সদস্যের একটি প্রতিনিধি দল ছিলেন। এ সময় স্থানীয় সংসদ সদস্যরাও সেখানে যোগ দেন।
সফরের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বান্দরবান সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি পার্বত্য অঞ্চলের সংকট দূর করতে দিকনির্দেশনার পাশপাশি ভবিষ্যৎ কর্মকৌশলের রূপরেখাও প্রদান দেন।
মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোটা বান্দরবান এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।