সিনোফার্মের ভ্যাকসিনের আরও ৫০ লাখ ডোজ ঢাকায় পৌঁছেছে
আজ শনিবার চীন থেকে সিনোফার্মের ভ্যাকসিনের ৫০ লাখ ডোজের আরও একটি চালান ঢাকায় এসে পৌঁছেছে।
চীনের তিয়ানজিয়ান বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট রাত ২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে ভ্যাকসিনের চালান গ্রহণ করেন চিফ হেলথ কো-অর্ডিনেটর ডা. আবু জাহের।
এখন পর্যন্ত ২.৪৯ কোটি ডোজ সিনোফার্মের ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। প্রতি মাসে ধাপে ধাপে আসছে চালানগুলো।
টিকাদাম কর্মসূচি জোরদার করতে চীন থেকে ডিপিএম পদ্ধততে (ডিরেক্ট প্রকিউরম্যান্ট মেথড) আরও ৬ কোটি ডোজ সিনোফার্মের ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার।
গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে দেশে ২৪কোটি ভ্যাকসিন আসবে।
"এই ২৪ কোটি ভ্যাকসিনের মধ্যে কিছু কেনা, বাকিগুলো কোভ্যাক্স কর্মসূচির আওতায় আসবে।"