সুপ্রিমকোর্টের বিচারকরা হোম-লোন পাবেন ১ কোটি টাকা পর্যন্ত
প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারকরা ফ্ল্যাট কেনা ও গৃহ নির্মাণের জন্য এক কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এই ঋণের সুদে সরকার ভর্তুকি দেবে।
২০১৮ সালে সরকারি চাকরিজীবীদের জন্য সর্বোচ্চ ৭৫ লাখ টাকা পর্যন্ত গৃহনির্মাণ ঋণ সুবিধা চালু করে অর্থমন্ত্রণালয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্যও এ সুবিধা চালু করা হয়। এই ঋণের সুদহার ৯% সরল সুদ। এর মধ্যে ব্যাংক রেট (বর্তমানে ৫%) সুদ ঋণগ্রহীতা নিজে পরিশোধ করেন, বাকি ৪ শতাংশ সুদ সরকার ভর্তুকি দেয়।
রবিবার অর্থ সচিব আবদুর রউফ তালুকদার স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, বিচারপতিরা অবসরে যাওয়ার এক বছর আগ পর্যন্ত যে কোন সময় এই ঋণ নিতে পারবেন। ২০ বছর মেয়াদি এই ঋণের সুদের মধ্যে ঋণগ্রহীতা ব্যাংক রেট পরিশোধ করবেন, বাকিটা সরকার ভর্তুকি দেবে।