চলমান তদন্তের মাঝে পদত্যাগ করেছেন উচ্চ আদালতের ৩ বিচারপতি
অনিয়ম ও দুর্নীতির দায়ে অভিযুক্ত হাইকোর্টের তিন বিচারপতি পদত্যাগ করেছেন। তারা হলেন সালমা মাসুদ চৌধুরী, কাজী রেজা-উল-হক এবং এ কে এম জহিরুল হক।
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) আইন ও বিচার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এ বিচারপতিদের বিরুদ্ধে তদন্তের পরিপ্রেক্ষিতে পাঁচ বছর ধরে তাদেরকে বিচারিক কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছিল। তাদের বিরুদ্ধে থাকা অভিযোগগুলো এখনো প্রকাশ করা হয়নি।
সম্প্রতি, বিচারকাজের বাইরে থাকা হাইকোর্টের ১৫ জন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মসহ পেশাগত অসদাচরণের অভিযোগের তদন্ত শুরু করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।
তাদের মধ্যে ১৭ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের দাবির মুখে বিচার বিভাগীয় কার্যক্রমের বাইরে রাখা ১২ জন বিচারকও রয়েছেন।